ঢাকার মিরপুরের শাহ আলী এলাকা থেকে অসংখ্য বোমা তৈরির সরঞ্জামসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনার ক্রাইম (সিটিটিসি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিট তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত দুই জঙ্গির নাম রেজওয়ানুল ইসলাম (২৩) ও মো. মাহমুদুল ইসলাম (২৬)। তারা দুই সহদোর।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “রাজধানীর শাহ আলী এলাকায় একটি বাসায় অভিযান চালায় সিটিটিসি। বাসার ভেতর বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেখান থেকে সন্দেহভাজন দুই জঙ্গি রেজওয়ান ও মাহমুদুলকে গ্রেফতার করেছে সিটিটিসি। বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরক নিষ্ক্রিয় ও জব্দ করার চেষ্টা করছে”।
– সমকাল | প্রথম আলো