কুমিল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মামলা করায় ভিক্টিমের পরিবারকে হুমকি

অভিযুক্ত ধর্ষক শেখ আক্তার হোসেন (৩৫) এর বিরুদ্ধে  আদালাতে মামলায় হয়েছে।  মামলার পর ভুক্তভোগীর পরিবারে বিভিন্নভাবে তাঁদের হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

কুমিল্লা জেলার মুরাদনগরে  পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক শেখ আক্তার হোসেন (৩৫) এর বিরুদ্ধে  আদালাতে মামলায় হয়েছে।  মামলার পর ভুক্তভোগীর পরিবারে বিভিন্নভাবে তাঁদের হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। তাঁরা আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আতিকুল ইসলাম জানান, “গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী শিশুটি বর্তমানে একটি হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন” ।

– দৈনিক প্রথম আলো