আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তারের অভিযানে এবার গ্রেফতার হলেন ‘বাকের ভাই খ্যাত’ অভিনেতা ও আওয়ামী লীগ দলীয় সাবেক সদস্য আসাদুজ্জামান নূর।
রোববার রাতে (১৫ সেপ্টেম্বর) ঢাকার বেইলি রোডের বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিডিনিউজটোয়ান্টিফোরকে জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর থানায় করা একটি মামলায় আসামি হিসেবে নূরের নাম আছে”।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে আওয়ামী লীগের সাংসদ হিসেবে নীলফামারী-২ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন অভিনেতা আসাদুজ্জামান নূর।