সাতক্ষীরা সদর উপজেলায় বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাওয়ার অভিযোগ তুলে এক প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
ভিক্টিম তরুণীর নাম রজিনা সুলতানা (২০), সাতক্ষীরা শহরের সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী ছিলেন।
এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মুজিদ বলেন, “নিহত রজিনাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে”।
র্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মো. ফয়সাল তানভীর জানান, “এ ঘটনায় কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে জানানো হবে”।
— ইত্তেফাক