নওগাঁ জেলার পোরশায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘুসহ ১৩ জনজন কৃষকের ৫৬ বিঘা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ঐ বিএনপি নেতার নাম তৌফিক শাহ চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেছেন, জমিতে গেলে তাঁদের প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে।
প্রতিকার পেতে ওই ১৩ জন কৃষক প্রত্যেকে পৃথকভাবে তৌফিক শাহ চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেও , থানা–পুলিশ একটি অভিযোগও এজাহার হিসেবে গ্রহণ করেননি বলে জানা গেছে। পুলিশ উলটো কৃষকদের আদালতের শরণাপন্ন হতে বলছে।
ভুক্তভোগী কৃষকরা বলছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বিএনপি নেতা তৌফিক শাহ লোকজন নিয়ে জোর করে তাঁদের জমি দখল করে নিয়েছেন।