পাঁচ কোটি টাকা ব‍্যয়ে হবে শহীদী স্মরণসভা

পাঁচ কোটি টাকা বা তারও বেশি টাকা ব‍্যয় হতে পারে বলে ধারণা করছেন কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ছাত্র-জনতার অভ্যুত্থান – ২০২৪ এ যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে সভার আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  ১৪ সেপ্টেম্বর শনিবার এ সভা অনুষ্ঠিত হবে। স্মরণসভা সংক্রান্ত এক বৈঠকে ব‍্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। পাঁচ কোটি টাকা বা তারও বেশি টাকা ব‍্যয় হতে পারে বলে ধারণা করছেন কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এই স্মরণসভায় দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন। আইসিটি মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে। স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

 

দৈনিক প্রথম আলো